বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএ এর কেন্দ্রীয় ডেটা সেন্টার, পুড়ে যায় ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার। যার কারণে বন্ধ হয়ে যায় সেবাদান।
রবিবার (১৮ আগস্ট) সার্ভারটি সচল হলেও আজ সোমবার (১৯ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিআরটিএ।
এত বলা হয়, “বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস সচল হওয়ায় বিআরটিএ কর্তৃক মোটরযান সংক্রান্ত সেবা যথা- রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণ, অগ্রিম আয়কর প্রদান ইত্যাদি সকল সেবা কার্যক্রম পুনরায় চালু হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলকে বিআরটিএ সার্কেল অফিস থেকে অনতিবিলম্বে সংশ্লিষ্ট সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।”
এর আগে গেল মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বনানী ও মিরপুরে বিআরটিএ সার্ভারে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে সংস্থাটির সকল কার্যক্রম স্থগিত ছিল।