প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম!



বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান (প্রেসিডেন্ট) পদে দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। সূত্র মতে, তিনি নিজেই চেয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এই দায়িত্বে আসুন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিসিবির পক্ষ থেকেও খুব শীঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।


এই ঘটনার মধ্য দিয়ে তামিমের ক্রিকেটে ফেরার ইঙ্গিত আরও স্পষ্ট হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ব্যাপক পরিবর্তনের জোয়ার বইছে এবং অন্তবর্তীকালীন সরকার চাইছে নতুনভাবে সকল কার্যক্রম পরিচালিত হোক।


সম্প্রতি নারী বিশ্বকাপের প্রস্তুতি পর্যালোচনা করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবিতে এসেছিলেন। তার সফরসঙ্গী ছিলেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফের প্রিয় ক্রিকেটার হিসেবে তামিমের পরিচিতি রয়েছে। তামিম আসিফকে নিয়ে শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখানোর পাশাপাশি নারী বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে তাকে অবহিত করেন।



উল্লেখ্য, বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা ক্ষীণ হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) সন্তুষ্ট করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। শ্রীলঙ্কা ও ভারতে অক্টোবরে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে আসন্ন নারী বিশ্বকাপসংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সম্ভাবনা জোরালো।


এদিকে, তামিমকে নিয়ে বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা থাকলেও তিনি অধিনায়ক হিসেবে জাতীয় দলে ফিরছেন কিনা সে ব্যাপারে এখনো কোন স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।