ইন্টারনেট গতি: তলানীতে গ্রামীণফোন, শীর্ষে যেসব অপারেটর



মোবাইল ইন্টারনেটের গতির তালিকায় ১৯ ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ৯০তম অবস্থান করছে। এদের মধ্যে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিয়ে বাংলালিংক শীর্ষস্থান অধিকার করেছে।


ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের জুন মাসের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের গড় মোবাইল ইন্টারনেট ডাউনলোড গতি বেড়ে ২৪.৪৯ এমবিপিএস হয়েছে। মে মাসে এ গতি ছিল ২৩.৮২ এমবিপিএস।


বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলালিংক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও টেলিটক। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সব প্রধান মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠানের ইন্টারনেটের গতি উন্নতি লাভ করেছে।


প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে বাংলালিংকের গড় ডাউনলোড গতি ছিল ২৬.৭৪ এমবিপিএস। এর পরেই ছিল রবি (২৪.৬২ এমবিপিএস) ও এয়ারটেল (২৩.১৮ এমবিপিএস)।


তালিকার নিচের দিকে রয়েছে গ্রামীণফোন ও টেলিটক। তাদের গড় ডাউনলোড গতি যথাক্রমে ২১.৭৮ এমবিপিএস ও ৬.০৫ এমবিপিএস।

ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স বিশ্বব্যাপী ইন্টারনেটের গতি তুলনা করে।

সূত্র: dailybangladesh